বিবিএন নিউজ : ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন পাঠান (ফারুক) গত ২১শে মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। ফারুকের ছেলে রোশান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাবা ২১ মার্চ থেকে আইসিইউতে আছেন। তার আগে ১৫ই মার্চ খিচুনি শুরু হলে উনার মস্তিষ্কে একটি সিজার করা হয়। বাবা এখন হালকা নড়াচড়া করতে পারেন। পরিবারের পক্ষে দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাই। গত ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছিল ফারুককে। এর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।