বিবিএন নিউজ: করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়। ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু করা হবে ৮ মার্চ থেকে ৩১ মার্চ, টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১ এপ্রিল। পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। লিখিত নম্বর ৪০, এবং এমসিকিউ ৬০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।