বিবিএন নিউজ: চট্টগ্রামের জনপ্রিয় কনফেকশনারি কোম্পানি বনফুল। সুস্বাদু মিষ্টি মানে অনেকে বুঝে বনফুলের মিষ্টি। এবার সেই বনফুলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পঁচা সিরকায় মিষ্টি সংরক্ষণের দায়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
অাজ শনিবার (১১ মে) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্বে দেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান।
অভিযানে র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ, ভোক্তা অধিকার ও বিএসটিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
এই বিষয়ে র্যাব -৭ এর মিডিয়া উইং কর্মকর্তা মাশকুর রহমান জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপকরণ দিয়ে নগরের বায়েজিদে বনফুলের কারখানায় মিষ্টি তৈরি হয়- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় বনফুলকে চার লাখ টাকা জরিমানা করা হয়।
সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নগরের বিভিন্ন খাবার তৈরির কারখানা, রেস্টুরেন্ট ও সুপার শপে র্যাবের ভোজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।