‹ইবাদত›
মোহাম্মদ ইলিয়াছ কাঞ্চন নাহিদ
===============================
যখন করোনা নিয়ে সমগ্র বিশ্ব আজ আতঙ্কিত ও অবাঞ্ছিত
তখন কীসের জাতিভেদ ধর্মের প্রাচীর চূর্ণ করে,
রোজ বাতাসের তীব্র গতিতে কোন সময়ে আসে
কেউ জানেনা মরণ বার্তা,
প্রতিনিয়ত শুনি আজ করোনার আর্তনাদ
মহাবিশ্বে আজ করোনা দু:সংবাদ
প্রতিনিয়ত শুনা যাচ্ছে ধ্বংসের স্বাধ।
আজ কঠিন বাস্তবতার সম্মুখে
মানুষের বিপন্ন সামাজিক জীবন যাপন,
দূরে আকাশ পানে চেয়ে বাকরুদ্ধ
অশ্রুজলে দু’টি আঁখি করোনা সিগ্ধ।
যখন ব্যর্থতার যন্ত্রণায় মানুষ ছটফট করে
আজকাল আধুনিক চিকিৎসা বিভাগ কোথায় গিয়ে মরে,
একযোগে কাতর কন্ঠে সমগ্র আজ মানবজাতী
আল্লাহকে ডাকে যেন প্রতিটা নিঃশ্বাসে,
তিনি দিবেন একমাত্র নির্দেশনা
যাঁর মহিমায় আজ পৃথিবী সৃষ্টি ।
পাপকর্মের ক্ষমা চাও
তুলে দুই হাত, করো মুনাজাত,
দিবানিশি আল্লাহর নামটি জপে
হৃদয় দিয়ে করো ইবাদত।