◊ শবে কদর ◊
মোহাম্মদ ইলিয়াছ কাঞ্চন নাহিদ
=========================
রোজার শেষ দশ দিনের কোন বেজোড় রাতে,
শবে কদর পাবে খুজে আজকেরই রাতে।
হাজার মাসের চেয়ে সেরা এই দিন মহা মূল্যবান,
এ রাতে নাজিল হয়েছিল মহান আল–কূরআন।
শবে কদরের সুন্নাত আমলে অনেক ফযিলত,
নফল নামাজ, জিয়ারত, আল্লাহ্ কাছে তাওবা করো ।
কর জিকির, দরুদ পাঠ, কোরআন তিলাওয়াত,
লাইলাতুল কদর নামাজ পড়ে জেগে থাকো সারা রাত।
শবে কদরের বরকতময় মহিমান্বিত এই রাতে,
এবাদতবন্দেগী যেন করতে পারি আল্লাহর কাছে সহি ছালামতে।
শবে কদরের এই রাত পেয়ে, আমরা মহা-ভাগ্যবান,
আল্লাহ যেন এরাতে আমল করার তৌফিক করে দান।
মুসলিমের তরে এই রাত গুণামাফের মুক্তির ফাত,
কবুল কর আল্লাহ, এই রাতের সকল মুসলমানদের মোনাজাত।