বিবিএন নিউজ: তরুণদের সরকারি চাকরির আশা ছেড়ে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাদেরকে তিনি আত্মনির্ভরশীল হওয়ার জন্য দক্ষতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। ইমরান খান মঙ্গলবার তরুণদেরকে তাদের নিজেদের ব্যবসা শুরুর জন্য ১০ কোটি রুপি ঋণ প্যাকেজ ঘোষণা করে এ কথা বলেন। তার দেশে তরুণদের জন্য এটাই সবচেয়ে বড় আর্থিক প্রণোদনার উদ্যোগ। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়, ইমরান খান এদিন এক লাখ ৭০ হাজার শিক্ষায় দক্ষতা বিষয়ক বৃত্তি ঘোষণা করেন। এর মধ্যে প্রায় ৫০ হাজার বৃত্তি দেয়া হবে কৃত্রিম গোয়েন্দা ও ডাটা বিষয়ক সর্বশেষ প্রযুক্তির মতো উচ্চ মাত্রার দক্ষ ব্যক্তিদের। পুরস্কার ঘোষণা করে টেলিভিশনে বক্তব্য রাখেন ইমরান খান।