চকরিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা ৯ নং ওয়ার্ড (রংমহল) যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম নীলু উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৩০ মে বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা বাজারে ওয়ার্ড যুবলীগের সভাপতি জয়নাল আবেদীন তাজওয়ারের নেতৃত্বে কয়েক শত নারী পুরুষের সমন্বয়ে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম আহবায়ক আমান উল্লাহ, আব্দুর রশিদ, জামাল উদ্দিন, হাসানুল ইসলাম আদর, কায়ছার বাবুল, আজিজ হেলালী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনাস সহ ইউনিয়ন আওয়ামী লীগ,কৃষক লীগ, যুবলীগ, ছাত্র লীগ সহ কয়েকশত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে আসামীদের গ্রেফতারের দাবী জানান। প্রসঙ্গত উক্ত সন্ত্রাসী হামলায় আহতের স্ত্রী তাহেরা বেগম বাদী হয়ে গত ১৬ মে চকরিয়া থানায় লিখিত এজাহার দ্বায়ের করেন। মানববন্ধন থেকে এজাহার নামীয় আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মুহাম্মদ যুবায়ের জানান, ব্যবসায়ী নিলুকে আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় লিখিত এজাহার পেয়েছি, তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে আইনী ব্যবস্হা নেওয়া হচ্ছে।