বিবিএন নিউজ: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন তিনি। প্রায় ৫৪ দিন পর এই অভিনেত্রী ‘চিরকাল আজ’- শিরোনামের একটি নাটকের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গেল ২৯শে মার্চ থেকে শুটিং বন্ধ করেন এই অভিনেত্রী। ঈদের জন্যও কোনো নাটক করেননি বলে জানান তিনি। তবে বিভিন্ন চ্যানেলে বছরের শুরুর দিকের শুটিং শেষ করা কিছু নাটক প্রচার হয়েছে তার। অনেক দিন পর ক্যামেরার সামনে ফিরে কেমন লাগছে? প্রশ্নের উত্তরে মেহজাবিন বলেন, অনেক দিন পর শুটিংয়ে ফিরে মনে হচ্ছিলো, অভিনয় ভুলে গেছি। তবে কাজের মানুষ কাজে ফিরলেই প্রশান্তি অনুভব করি।
কিছুদিনের বিরতির পর আবার নতুন উদ্যমে কাজ শুরু করেছি। ভালো কিছু গল্প হাতে আছে। এগুলোর কাজ শেষ করতে চাই। এই গ্ল্যামারকন্যাকে অপূর্ব ও আফরান নিশোর সঙ্গে জুটি হিসেবে বেশি দেখা যায়। এ নিয়ে নানা রকম গুঞ্জন শোনা যায়। এ নিয়ে অভিনেত্রীর মন্তব্য কি? তার ভাষ্য- জুটি কিন্তু দর্শকরাই তৈরি করে দেন। একটা জুটির কাজ যখন দর্শক প্রশংসা পায় তখন পরিচালক বা প্রযোজকরা সেই জুটিকে নিয়েই কাজ করতে চান। দর্শকরা চান বলেই তারা সেটা করেন। আমি যখন কোনো গল্পে কাজ করার সম্মতি জানাই তখন আমার বিপরীতে কে কাজ করবে; সেটা দেখি না। আমি দেখি, সেই গল্পে আমার চরিত্রটা কি এবং সেটা আমার জন্য নতুন কিনা। আমি শুধু আমার চরিত্রটা বাছাই করি। আমি অপূর্ব ভাইয়া, নিশো ভাইয়া, তাহসান ভাইয়া, জোভান থেকে শুরু করে অনেকের সঙ্গেই কাজ করেছি এবং করছিও। আমি দর্শকদের একটা অনুরোধ করতে চাই। সেটা হলো, আপনারা যখন কোনো কাজ দেখবেন সেখানে চরিত্রগুলো দেখার চেষ্টা করবেন। সেই চরিত্রে একজন অভিনয়শিল্পী কেমন অভিনয় করেছেন, সেটা নিয়ে মন্তব্য করবেন। এদিকে মেহজাবিন প্রথম বাংলাদেশি অভিনেত্রী হিসেবে ২ কোটি ভিউজের হ্যাটট্রিক করেছেন, ছুঁয়েছেন নতুন মাইলফলক। এনিয়ে তিনি বলেন, এখন ভিউজও একটা ফ্যাক্ট। তবে আমি এসব রেকর্ড নিয়ে ভাবি না। আমার কাছে কাজটা বেশি গুরুত্বপূর্ণ। নিজের সর্বোচ্চ চেষ্টাটা করি কাজ নিয়ে। সেই কাজটা যখন দর্শকরা গ্রহণ করে তখনই ভালো লাগাটা বেড়ে যায়।