বিবিএন নিউজ: রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী ইসলাম (৪৫) ও মেয়ে জান্নাতুল (২০)। তাদের বিষ ও নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকারী সন্দেহে এই পরিবারের বড় মেয়ে মেহজাবিনকে (৩০) আটক করেছে পুলিশ।
এছাড়া মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম (৪০) ও মেয়ে মারজান তাবাসসুম তৃপ্তিয়াকে (৬) অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, কদমতলীর মুরাদপুর এলাকার একটি বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ হাত পা বাঁধা অবস্থায় পেয়েছি।