এসএম হান্নান শাহ চকরিয়া ::
চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক নবী হোছাইন চৌধুরীর নেতৃত্বে বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী সফলতার সহিত বিতরণ অব্যহত রেখেছেন। ০৪ আগষ্ট বিকেলের দিকে নবী হোছাইন চৌধুরীর নিজ নির্বাচনী এলাকার রামপুর ৭- ৮ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ বন্যা দুর্গত মানুষের মাঝে নিজেই উপস্থিত থেকে সু-শৃংখল পরিবেশের মধ্যেদিয়ে করোনা,সু-রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে এবং সরাসরি মুখে মাস্ক পরিয়ে দিয়ে প্রায় ৬০০শত পরিবারকে অপরদিকে মাইজ ঘোনা পরিষদ এলাকার ৩০০ শত পরিবারসহ মোট ৯০০ শত গরীব অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী ত্রান সফলতার সহিত বিতরণ করেছেন।
নবী হোছাইন চৌধুরী বলেন,বন্যার সময় দেখেছি,অন্যান্য এলাকার চেয়ে রামপুর একটু বেশিই জলাবদ্ধ হয়েছিল। তাতে রামপুরের ক্ষতিগ্রস্থ মানুষ যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়,তা পূরণ করার মত সাধ্য আমার নেই।
তবুও মহান রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছে তার সাধ্যমত চেষ্টা করেছি
গরীব অসহায় মানুষকে দেয়ার জন্য এ বলে তিনি জানান।
দোয়া করবেন আপনারা সবাই আগামীতে আরও বেশীকরে যেন গরীব দুঃখী অসহায় মানুষের ভালোবাসা আজীবন বুকে ধারন করে এগিয়ে যেতেপারে।##