বিবিএন নিউজ: আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও তার সহযোগী দীপুর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তার রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক। দুপুর ২টার দিকে চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। রিমান্ডের শুনানিকালে আদালতে পরীমনিকে কাঁদতে দেখা যায়।
পরীমনির আইনজীবী মজিবুর রহমান বলেন, একজন নায়িকা ১২২ ঘণ্টা এক পোশাকে রয়েছেন। তিনি তো একজন নায়িকা। তার তো একটা লাইফস্টাইল রয়েছে। জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, পরীমনি কাপড় চেঞ্জ না করা একটা রাজনীতি। এখানে সবাই কাপড় চেঞ্জ করেছেন।