চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী তরুণ সংঘের ২০ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটি ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
১৩ আগস্ট (শুক্রবার) ২০ সদস্যের এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
মোঃ রাকিবুল ইসলাম (সভাপতি), নুরুল ইসলাম (সিনিয়র সভাপতি), মোহাম্মদ নাঈম (সহ সভাপতি), মোহাম্মদ ছায়েম উদ্দিন (সাধারণ সম্পাদক), মোহাম্মদ জামশেদ (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), মোহাম্মদ এরফান (যুগ্ন সম্পাদক), খোরশেদুল আলম (সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ আজাদ (সহ সাংগঠনিক), মোহাম্মদ জিসান উদ্দিন (অর্থ সম্পাদক), মোহাম্মদ বাপ্পি (প্রচার সম্পাদক), আরফাতুল ইসলাম (ক্রীড়া সম্পাদক), মোহাম্মদ আশেক (ধর্ম বিষয়ক সম্পাদক)। সিনিয়র সদস্য যথাক্রমে- নুরুল মোস্তফা নুরশেদ, মোহাম্মদ আতাউল্লাহ, মোহাম্মদ আবুল বশর, আবু বক্কর, মোহাম্মদ রিয়াদ উদ্দিন, রিফাত উদ্দিন, মোহাম্মদ আরিফ, এস.এম.ছায়েম বিন মোর্শেদ।
খোজাখালী তরুণ সংঘের প্রতিষ্ঠাতা এম.আবদুল কাইয়ুম বলেন, তরুণ-যুবকরাই সমাজের অগ্রভাগে থাকে। দেশে আজ গণতন্ত্র ও বাক-স্বাধীনতা বন্দি হয়ে আছে। দেশকে এই সংকট থেকে বের করে আনা এবং সঠিক পথে পরিচালিত করার যে লড়াই সেই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারে দেশের তরুণ-যুবসমাজ।
সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, প্রয়োজন একটা সংগঠিত তরুণ-যুবসমাজ। আর তাদের ঐক্যবদ্ধ করার জন্য দরকার সময় উপযোগী একটা অরাজনৈতিক যুব সংগঠন।