চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে জমি জবর দখলের চেষ্টায় ৫০ শতক জমির রোপিত ধানের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। ২০ আগস্ট (শুক্রবার) সকাল ৯টার দিকে ৬নং ওয়ার্ড চড়িবিল নামক গ্রামে ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ক্ষোভের সঞ্চার ঘটেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ৫নং ওয়ার্ড মাইজপাড়া এলাকার নুরুল হকের পুত্র আমিনুল হক। অভিযুক্তরা হলো- ৬নং ওয়ার্ড ছড়িবিল এলাকার মৃত আব্দুল কাদেরের পুত্র কালা পুতু প্রকাশ ঠকায়া (৪৫), আবু ছিদ্দিক (৬০), আব্দুল্লাহ (৩০) সহ ৪/৫জন জবরদখলকারী ও ভূমিদস্যু।লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, আমিনুল হকের পিতা নুরুল হকের নামীয় খুটাখালী মৌজার আর.এস.দাগ নং- ১১৭৭,১২২৫, বিএস খতিয়ান নং- ৩১৪, বিএস দাগ- ২৩৫৪,২৩৫৮ এবং ৩৪৪৫নং দানপত্র দলিলের ৫০শতকের দখলীয় জমি হয়।উক্ত জমি অভিযোগকারীর ভোগ দখলে রয়েছে এবং চাষাবাদ করে আসছে। কিন্ত ভূমিদস্যু ও দখলবাজরা জবর দখলের উদ্দেশ্য ধানের চারা উপড়ে পেলে দখলের চেষ্টায় আছে এবং জমিতে থাকা সাইনবোর্ড ভেঙে পেলে। তিনি (অভিযোগকারী) নিজ জমির দখলের চেষ্টায় থাকা দখলবাজদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্য (ওসি) শাকের মোঃ জুবায়ের বলেন, লিখিত অভিযোগ পেয়েছি।অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।