এম নাছের : এই শহরের ভিরে আমাদের জীবন দিন দিন যান্ত্রিক হয়ে চলছে। আর এই যান্ত্রিকতার মাঝে একটা দিন যদি কাটাতে পারি প্রাকৃতিক সৌন্দর্যেঘেরা মনমুগ্ধকর পরিবেশে, তবে কেমন হয়! হ্যাঁ 9 ক্যান্ডেল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট নিয়ে এসেছে আপনাদের জন্য এমন একটি মনমুগ্ধকর পরিবেশ। চারপাশে লেক আর সবুজের ছায়া, হাতে এক কাপ কফি আর কি লাগে! শুধু কফি নয়, আমাদের এখানে থাকবে সব ধরনে দেশী-বিদেশী খাবার। খুব শীঘ্রই ওপেন হতে যাচ্ছে।
তাই আর দেরি নয়, চলে আসুন 9 ক্যান্ডেল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এ।