বিজ্ঞপ্তিঃ আমি শাহিনা বেগম (৫৮), পিতা- মৃত ফকির মোহাম্মদ, মাতা- ছকিনা বেগম, সাং- পহরচাঁদা মছনিয়াকাটা, ০৭নং ওয়ার্ড, বরইতলী, চকরিয়া, কক্সবাজার। গত ০১/০৯/২০২১ইং তারিখে সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় আমার আইডি কার্ড নং- ৮৬৮১১১৯৯০৮, জন্ম তারিখঃ ২১/০৫/১৯৬৩ইং ফটোকপি করার জন্য চকরিয়া যাওয়ার পথিমধ্যে হারিয়ে যায়। অনেক খোঁজাখোজি করার পর না পেয়ে আমি চকরিয়া থানায় জিডি করলাম। যাহার জিডি নং-৭৬, জিডি তারিখ: ০২-০৯-২০২১ইং।