কক্সবাজারের চকরিয়া পৌরশহরের প্রতিষ্টিত ব্যবসায়ী প্রতিষ্টান ছগির ইলেকট্রনিকসের মালিক ছগির চকরিয়াস্থ এ.জে.আর কুরিয়ার ৭ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭ঃ৪৫ মিনিটের দিকে ৪ কাটুন মাল অটো রিকশা যুগে এসএ পরিবহন পর্যন্ত আসার পর অন্য মাল নিতে এস এ পরিবহন এ প্রবেশ করার সাথে সাথে মাল সহ অটোরিকশাটি রাস্তা হতে উধাও হয়ে যায়। চালকের বয়স আনুমানিক ২০-২৫ বছর। গায়ের রং কাল শ্যামলা। কোন ব্যক্তি মাল সহ গাড়িটা দেখে থাকলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।
সন্ধানদাতাকে অবশ্যই পুরস্কৃত করা হবে।
ছগির ইলেকট্রনিকস,
হাসুমিয়া মার্কেট, চিরিংগা চকরিয়া, কক্সবাজার।
০১৭১০৩০২০৭০ & ০১৮১৯৬২৭৮০৪