বিবিএন নিউজ: পাকিস্তানের ‘স্টপ লিস্টে’ যুক্ত করা হলো সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৬ সহকারীকে। রোববার দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ওই তালিকা তৈরি করে। জিও টিভি জানিয়েছে, তালিকায় থাকা ব্যাক্তিরা অনুমতি ছাড়া পাকিস্তান ছাড়তে পারবেন না। তালিকায় রয়েছেন, ইমরান খানের সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি আজম খান, সাবেক বিশেষ সহকারী শাহবাজ গিল, সাবেক উপদেষ্টা শাহজাদ আকবর, পাঞ্জাবের মহাসচবি গোহার নাফিজ এবং পাঞ্জাব জোনের এফআইএ’র ডিজি মোহাম্মদ রিজওয়ান। এছাড়া ইমরান খানের দল পিটিআই’র সামাজিক যোগাযোগ মাধ্যম প্রধান আরসালান খালিদও এই তালিকায় আছেন বলে সূত্রগুলো জানিয়েছে। পিটিআই প্রধান ইমরান খানকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির বিরোধী দলগুলো। এরপরই তার সহকারীদের বিরুদ্ধে দেশ ছাড়ার এই নির্দেশ জারি করা হয়।