বিবিএন নিউজ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৬৮ পৃষ্ঠার পর্যবেক্ষণটি প্রকাশ করা হয়। এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ অন্য আসামিদের বিরুদ্ধে করা ওই দুর্নীতির মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্য ২০১৯ সালের ২৫ শে ফেব্রুয়ারি নির্দেশ দেন হাইকোর্ট। মামলার অন্যতম আসামি সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের করা মামলা বাতিলের আবেদনের রুল খারিজ করে সেদিন হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল আলম ২০০৮ সালের ২৬ শে ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় ওই মামলাটি করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্য সহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, সম্পূরক অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। পর্যবেক্ষণে নিম্ন আদালতকে ওই মামলাটি হাইকোর্টের আদেশ পাওয়ার ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়।