বিবিএন নিউজঃ কক্সবাজারের চকরিয়ায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্টাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এশাদের ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ১৪ই জুলাই (বুধবার) সকাল ১০টায় জাতীয় পার্টির কক্সবাজার জেলার সাবেক যুগ্ন সম্পাদক শামসুল আলমের নেতৃত্বে কাকারায় মিলাদ মাহফিল ও এতিমদের খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্টান শুরু হয় । জাতীয় পার্টির চকরিয়া উপজেলার সহ সভাপতি ও কাকারা ইউনিয়নের সভাপতি কাজী আলহাজ্ব আবু ওমর মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কক্সবাজার জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ রুহুল আমিন সিকদার। প্রধান আলোচক ছিলেন, জাতীয় পার্টির কক্সবাজার জেলা সাবেক যুগ্ন সম্পাদক মোঃ শামসুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় পার্টির চকরিয়া উপজেলার সভাপতি জসিম উদ্দিন, পেকুয়া উপজেলার জাতীয় পার্টির সভাপতি এস.এম মাহবুব ছিদ্দিকী , মাতামুহুরী উপজেলার সভাপতি এস.এম জামাল উদ্দিন, চকরিয়া পৌরসভার সভাপতি কমিশনার জসিম উদ্দিন, মাস্টার বদিউল আলম, ডাঃ সরওয়ার আলম, মোঃ উসমান গণি সওদাগর প্রমুখ।
মৃত্যু বার্ষিকীতে খতমে কোরআন, আলোচনা সভা, মিলাদ মাহফিল শেষে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়। এসময় জাতীয় পার্টির চকরিয়া উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।