বিবিএন নিউজ: দীর্ঘ সময় বন্ধ থাকার পর ভারত-বাংলাদেশ বিমান চলাচল ফের শুরু হতে চলেছে। তবে, এয়ার বাবল এর মাধ্যমে যাত্রা নিয়ন্ত্রিত হবে। ফ্লাইটের সংখ্যাও নিয়ন্ত্রিত থাকবে। মূলত ঢাকা-নয়াদিল্লি ও ঢাকা-কলকাতায় মধ্যে ফ্লাইটগুলি চলবে। তবে, সাধারণ পর্যটকদের মুখের হাসি চওড়া হওয়ার কোনো কারণ নেই। ঢাকা-দিল্লির কথা অনুযায়ী এখন দেয়া হবে মেডিকেল ভিসা এবং জরুরি প্রয়োজনে স্টুডেন্ট ভিসা। দ্বিতীয় ভিসাটির চাহিদা কম। কারণ, ভারতে সব শিক্ষা প্রতিষ্ঠানই করোনার কারণে দীর্ঘদিন বন্ধ। জানা গেছে মেডিকেল ভিসা প্রাপকের সঙ্গে তিনজন এটেন্ডেন্ট আসতে পারবেন। কলকাতার হাসপাতালে চিকিৎসা করাতে একটা সময়ে প্রতিদিন প্রচুর রোগী আসতেন। করোনার প্রকোপে স্থলপথে কিছু রোগী আসছিলেন। বাইপাসের ধারে সুপার স্পেশালিটি হাসপাতালগুলোর ধারণা, বিমান চলাচল শুরু হলে রোগীর সংখ্যা বাড়বে। হাসপাতালগুলিতে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ হেল্প ডেস্ক ফের চালু হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত হাসপাতাল সংলগ্ন একটি গেস্ট হাউসের মালিক সন্তু সাঁতরা খুশি বিমান চলার সম্ভবনায়। বললেন, মনে হচ্ছিলো ভূতের বাড়িতে বাস করছি, এবার মানুষের সাড়া পাবো।