বিবিএন নিউজ ডেস্ক : সারাদেশের মেয়রদের সংগঠন বাংলাদেশ পৌরসভা সমিতির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় সভাপতি নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ সাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। আদেশে বলা হয়েছে-গত ১৪ জুন অনুষ্ঠিত সংগঠনের সভার সিদ্ধান্তক্রমে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানকে ১নং সহ-সভাপতি করার বিষয়টি ২৩ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা দেয় ম্যাব। এদিকে কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। উল্লেখ্য, মেয়র মুজিবুর রহমান জেলার চার পৌরসভার মেয়রদের নিয়ে গঠিত সংগঠন কক্সবাজার মেয়র এসোসিয়েশনের সভাপতির দায়িত্বেও রয়েছেন।