বিশেষ প্রতিবেদকঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার কুমারকাশা ইউনিয়নের বাসিন্দা ৩০ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে ২ প্রতারক। কোমরকাশা ৭নং ইউনিয়নের তাথৈয়া এলাকার বাসিন্দা আয়াত আলীর ছেলে ফরহাদ হোসাইন প্রকাশ তাজুলকে ২০ শে আগস্ট দুবাই থেকে বাংলাদেশ আসার পথে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের মালামাল চালানী মারফত আনতে দেয়া হয়। মালামাল গুলো ঢাকা এয়ারপোর্ট থেকে বের হয়ে নির্দিষ্ট ব্যক্তি কক্সবাজারের চকরিয়ার ওসমানকে বুঝিয়ে দেয়ার কথা ছিল।কিন্তু প্রতারক ফরহাদ ও তার ভাই মান্নান গাজীর যোগসাজশে মালামাল বুঝিয়ে না দিয়ে আত্মসাৎ করে ফেলে। যদি কোন ব্যক্তি এই প্রতারক চক্রকে ধরে দিতে পারেন,তাহলে উপযুক্ত পুরস্কার দেয়া হবে। এদিকে ফরহাদ হোসেন ও মান্নানকে ধরিয়ে দিতে পুরষ্কার ঘোষনা করেছে ভুক্তভোগী।
যোগাযোগের ঠিকানাঃ
লাকী রেস্টুরেন্ট,
আজমান গোল্ডচক, আজমান ও
লাকী সুপার মার্কেট, সারজাহ।
০০৯৭১৫০৯৩২৮৭৭১, ০০৯৭১৫৮৯৬৫৬৫৭৯,
০১৩১৬৭৯৪৭৩৬।