বিবিএন নিউজ ডেস্ক : আদালতে হাজির করা হলো জাপানি মা ও বাংলাদেশি বাবার দুই শিশু সন্তান। আজ সকাল ১০টার পর সিআইডির তত্ত্বাবধানে তাদের আদালতে হাজির করা হয়। আদালতে হাজির হয়েছেন তাদের বাংলাদেশি বাবা শরীফ ইমরানও। ওদিকে মা নাকানো এরিকোও আদালতে হাজির হয়েছেন।
দুই মেয়ের জিম্মা চেয়ে জাপানি মায়ের আবেদনের প্রেক্ষিতে আজ তাদের আদালতে হাজির করা হলো। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে আজ শুনানি হচ্ছে। কিছুক্ষণ পর এ বিষয়ে আদেশ দেয়া হবে।